সৈয়দপুর জাতীয় মৎস্য সপ্তাহে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়

মো. জয়নুল আবেদীন, সংবাদদাতাঃ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সংবাদিকদের সাথে মত সভা করা হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সিনিয়র উপজলো মৎস্য অফিসারের কার্যালয়ে ওই মতবিনিময় সভা করে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় ওই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানী খান মজলিস উপজেলার মৎস্য চাষ বিষয়ে সার্বিক চিত্র ও তথ্য-উপাত্ত এবং এবারের জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় জানানো হয় সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকায় সরকারি বেসরকারি পুকুর জলাশয় ও বিল রয়েছে তিন হাজার তিন শ’। এসবের আয়তন ৪৮৫ হেক্টর। সৈয়দপুর উপজেলায় বার্ষিক মাছের চাহিদা রয়েছে পাঁচ হাজার ১২ দশমিক ৫৩ মেট্টিক টন। এখানে শুধুমাত্র সরকারি বেসরকারি পুকুর থেকে বছরে মাছ উৎপাদন হয় তিন হাজার ১৯৩ দশমিক ৬৭ মেট্টিক টন। পুকুর জলাশয় ও বিল সব মিলিয়ে মাছ উৎপাদন হয় চার হাজার ২৪৯ দশমিক ৯৮ মেট্টিক টন। সে হিসেবে এখনো উপজেলায় মাছের ঘাটতির পরিমাণ ৯৬২.৫৫ মেট্টিক টন।
মতবিনিময় সভায় সহকারি মৎস্য অফিসার খগেন্দ্র নাথ রায়সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।