সোনাতলায় মহান স্বাধীনতা দিবস পালিত

হারুন অর রশীদ,সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় মহান স্বাধীনতা দিবসের ৫৩ তম বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে, পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের ট্যাব বিতরণ ও আলোচনা সভা। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, অফিসার ইনচার্জ সৈকত হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, প্রফেসর রফিকুল আলম বকুল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সুধীবৃন্দ।

অনুষ্ঠান স ালন করেন সোনাতলা থিয়েটার সভাপতি নিপুন আনোয়ার কাজল, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল ও আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, সরকারি নাজির আখতার কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উদ্যাপনে নানা কর্মসূচি পালন করেছে।