সোমালিয়ায় মন্ত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ভুল করে জঙ্গি সন্দেহে সোমালিয়ার নিরাপত্তা বাহিনী দেশটির একজন মন্ত্রীকে গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমালিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের পাশে নিজের গাড়িতে থাকা অবস্থায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন মন্ত্রী আবদুল্লাহি শেখ আব্বাস।

রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, আব্বাসের মৃত্যুর খবরে ইথিওপিয়া সফর সংক্ষিপ্ত করে দেশ ফিরছেন সোমালীয় প্রেসিডেন্ট।

আবদুল্লাহি শেখ আব্বাস বেড়ে উঠেছেন একটি বসতিতে। গত নভেম্বর মাসের নির্বাচনে দেশটির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন। এ বছরের ফেব্রুয়ারি মাসে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তার বয়স ৩১ বছর।

১৯৯১ সালে দীর্ঘদিনের শাসক সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে সংঘর্ষ চলছে। সাম্প্রতিক বছরগুলোতে সোমালিয়ায় তাণ্ডব চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। ইসলামের নামে চলা এই গোষ্ঠীটি সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে যুক্ত।