সোহাগ হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন

নোয়াখালী জেলার মাইজদীতে সোহাগ (১৬) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন নোয়াখালীর আদালত।

 

বুধবার দুপুর ১টার দিকে নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক এএনএম মো. মোরশেদ খান এ রায় প্রদান করেন।

 

সাজাপ্রাপ্তরা হলো- আবদুর রহমান, আবু তাহের, সোহাগ, দ্বীন ইসলাম ও জামাল। একই মামলায় তিন আসামিকে জামিন দেওয়া হয়। তারা হলো- সফিক মাস্টার, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম।

 

আদালত সূত্রে জানা যায়, সোহাগ তার পাশের বাড়ির আকবরের কাছে ৯০ টাকা পাওনা ছিল। পরে সোহাগ পাওনা টাকার জন্য আকবরকে মারধর করে গুরুতর আহত করে। আকবর চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি অবস্থায় আকবরের লোকজন গত ২০০৩ সালের ৪ আগস্ট সকালে সোহাগকে পিটিয়ে ও ইলেকট্রিক শক দিয়ে হত্যা করে।

 

পরে নিহতের বড় ভাই আবদুল কাইয়ুম আটজনকে আসামি করে নোয়াখালী সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

আসামিরা হলো- আবদুর রহমান, আবু তাহের,  সোহাগ, দ্বীন ইসলাম, জামাল, সফিক মাস্টার, আমিনুল ইসলাম ও নুরুল ইসলাম।

 

পরে দীর্ঘ শুনানির পর বুধবার দুপুরে নোয়াখালী জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতে এ হত্যা মামলার রায় প্রদান করা হয়।

 

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফজলুল হক রুবেল। অপরদিকে  বাদিপক্ষের আইজীবী ছিলেন অ্যাড. মোল্লা হাবিবুর রসুল।