স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণ করতে পারল না বাংলাদেশ

নিউজ ডেক্স: স্বপ্ন দেখিয়ে স্বপ্ন পূরণ করতে পারল না বাংলাদেশ। সাত বছর পর আজ বিদেশের মাটিতে সিরিজ জয়ের সূবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু একসঙ্গে জ্বলে উঠতে পারল না বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ হারল ৭০ রানে। তিন ম্যাচ সিরিজ ১-১ এ ড্র।

বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং তিন বিভাগেই ফ্লপ বাংলাদেশ। বোলিংয়ে ছন্দ থাকলেও ব্যাটিংয়ে ছিল উল্টো চিত্র। এক কথায় বিবর্ণ বাংলাদেশ। সিরিজ নির্ধারণীর মঞ্চে পুরো বাংলাদেশই ছিল ছন্নছড়া। ক্যাচ না ছাড়লেও মিস ফিল্ডিং হয়েছে একাধিক। ইনিংসের শুরু থেকেই অতিরিক্ত খাতে রান দিয়েছে বাংলাদেশ। পুরো ইনিংসে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১৯ এ। ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় টিম বাংলাদেশ।

দুই ম্যাচ পর টস জিতে মাশরাফি শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। সিংহলিজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে ৯ উইকেটে ২৮০ রান করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ ৪৪.৩ ওভারে ২১০ রানে গুটিয়ে পরাজয় বরণ করে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে আসেন প্রথম ওয়ানডের জয়ের নায়ক তামিম ইকবাল। নুয়ান কুলাসেকারার করা প্রথম ওভারের চতুর্থ বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন দেশসেরা ওপেনার। কিন্তু ফিল্ডাররা দ্রুত প্রতিক্রিয়া না দেখানোয় চার রান পান তামিম। ষষ্ঠ বলে বলের লাইনের বিপরীতে খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেন তামিম। তৃতীয় ওভারে আবারও বাংলাদেশ শিবিরে আঘাত করেন কুলাসেকারা। সাব্বির রহমান অফস্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন শূন্য রানে। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাজঘরে ফিরেন গোল্ডেন ডাক মেরে। চতুর্থ ওভারে লাকমালের সোজা বল মিস করেন মুশফিক। লঙ্কানদের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার মাইকেল গফ। সৌম্যর সঙ্গে কথা বলে মুশফিক রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

১১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায়। মাত্র ৪০ বলে দুই ব্যাটসম্যান ৫০ রান যোগ করেন। বাংলাদেশ দলীয় হাফ-সেঞ্চুরির দেখা পায় ৯.৫ ওভারে। সৌম্য সরকার ছিলেন বেশি আক্রমণাত্মক। স্পিনার দিলরুয়ান পেরেররা করা দশম ওভারে চার ও ছক্কা মেরে ইনিংস বড় করার সংকেত দেন। অন্যদিকে সাকিবও পিছিয়ে ছিলেন না। লাকমাল, পেরেরার বল বাউন্ডারি পাঠিয়েছেন অনায়াসে। বিপর্যয় কাটিয়ে বাংলাদেশ যখন মাথা তুলে দাঁড়ায় তখন সৌম্য সরকার নিজের উইকেট বিলিয়ে আসেন। দিলরুয়ান পেরেরার বলে এগিয়ে এসে মারতে গিয়ে বল মিস করেন সৌম্য। ৪৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ রান করে স্ট্যাম্পড হন সৌম্য।

পঞ্চম উইকেটে সাকিবকে সঙ্গ দিতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত। ২০ বলে ৯ রান করে সেকুগে প্রসন্নর বলে বোল্ড হন মোসাদ্দেক। দুজনের জুটিতে ২৩ রান যোগ হয়। এ সময়ে ক্যারিয়ারের ৩৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন সাকিব। তবে হাফ-সেঞ্চুরির পর ইনিংসটিকে বড় করতে পারেননি সাকিব। দিলরুয়ান পেরেরার বল ইনসাইড শট খেলতে গিয়ে কভারে ক্যাচ দেন ৫৪ রানে। জয়ের জন্য তখন বাংলাদেশের প্রয়োজন ১৬০ বলে ১৬১ রান। ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদউল্লাহ। লাকমালের শর্ট বল পুল করতে গিয়ে ৭ রানে বিদায় নেন তিনি।

এরপর মেহেদী হাসান মিরাজের ৫১ রানের সুবাদে পরাজয়ের ব্যবধান কমে মাত্র। ক্যারিয়ারের প্রথম ইনিংস খেলতে নেমে মিরাজ দ্যূতি ছড়িয়ে হাফ-সেঞ্চুরি তুলে নেন। ৬৯ বলে ৬টি চারে ইনিংসটি সাজান মিরাজ।

এর আগে দুই ওয়াইডে বোলিং শুরু করেন মাশরাফি। পঞ্চম বলে গুনালিথাকা স্কয়ার লেগে বাউন্ডারি মেরে বাউন্ডারির খাতা খোলেন। আগের দুই ম্যাচে পুরনো বলে বোলিং করা মুস্তাফিজ আজ নতুন বল পেয়েছিলেন। কিন্তু নতুন বলে বর্ণহীন মুস্তাফিজ। প্রথম ওভারে ব্যয় করেন ৮ রান। পরের ওভারে ৩ রান। তৃতীয় ওভারে ১৪ রান। থারাঙ্গাকে যেভাবে অফস্ট্যাম্পের বাইরে এবং ওভারপিচ বল দিয়েছেন সেগুলো কড়া শাসন না করলে ভুল হত!

পাওয়ার প্লে’র প্রথম দশ ওভারে হাতখুলে মেরে শ্রীলঙ্কান দুই ওপেনার স্কোরবোর্ডে যোগ করেন ৭৬ রান। ওভারপ্রতি রান ৭.৬০। মাশরাফির কপালে ভাঁজ! মুখে নেই হাসি। টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত কি ভুল ছিল? ১১তম ওভারে মাশরাফির মুখে হাসি এনে দেন তরুণ তুর্কী মেহেদী হাসান মিরাজ। আউট করেন দানুশকা গুনাথিলাকাকে। মিরাজের বলে ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ দেন ৩৮ বলে ৩৪ রান করা গুনালিথাকা।

১৭ বল পর তাসকিন লঙ্কান শিবিরে আঘাত করেন। তাসকিনের বল মিডলে পড়ে স্কিড করে অফ স্ট্যাম্পে আঘাত করে। বাড়তি পেস এবং খানিকটা বাউন্সে বল মিস করেন থারাঙ্গা। আউট হওয়ার আগে ৩৫ বলে ৩৫ রান করেন লঙ্কান অধিনায়ক। দ্রুত দুই উইকেট হারিয়ে রানের চাকা খানিকটা থমকে যায় শ্রীলঙ্কার। ৭ ওভারে দলীয় হাফ-সেঞ্চুরি পাওয়া শ্রীলঙ্কা ১৭.৪ ওভারে পায় সেঞ্চুরির স্বাদ। ২৫ ওভারে স্বাগতিকদের রান ২ উইকেটে ১৩১।

প্রথম স্পেলে ৩ ওভারে ২৫ রান খরচ করা মুস্তাফিজ ২০তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিংয়ে আসেন। কিন্তু পুরোনো ধারে ফিরে আসেন। কোনো উইকেট না পেলেও নিখুঁত লাইন ও লেন্থ ধরে রাখেন বাঁহাতি এ পেসার। দ্বিতীয় স্পেলে ৩ ওভারে মাত্র ৬ রান খরচ করে শ্রীলঙ্কার রানের চাকা আটকে রাখেন মুস্তাফিজ।

মুস্তাফিজের পর মাশরাফি বিন মুর্তজাও দ্বিতীয় স্পেলে বোলিংয়ে নজর কাড়েন। প্রথম স্পেলে ৩ ওভারে ১৯ রান দেওয়া মাশরাফি ২৩তম ওভারে দ্বিতীয় স্পেলে বোলিং শুরু করেন। ৩ ওভারে ১২ রান দিয়ে মাশরাফিও বোলিংয়ের ধার দেখান। যার ফল পায় বাংলাদেশ। ২৬তম ওভারে সাকিবের বলে দ্বিতীয় রান তুলে নিতে গিয়ে রান আউট দিনেশ চান্দিমাল। নিজের ভুলে রান আউট হওয়ার আগে ৩৫ বলে ২১ রান করেন চান্দিমাল। মিরাজের করা ৩১তম ওভারের তৃতীয় বলে পয়েন্টে ঠেলে দিয়ে এক রান নিতে চেয়েছিলেন সিরিবর্ধনে। অপরপ্রান্তে থাকা সঙ্গী কুশল মেন্ডিস তাকে ফিরিয়ে দেন। ততক্ষণে মাঝ ক্রিজে সিরিবর্ধনে। বদলি ফিল্ডার শুভাগত হোমের নিখুঁত থ্রো এবং মুশফিকুর রহিমের স্ট্যাম্পিংয়ে উইকেটের স্বাদ পায় বাংলাদেশ।

দ্রুত উইকেট হারালেও একপ্রান্ত আগলে খেলে যান কুশল মেন্ডিস। দ্বিতীয় ওয়ানডেতে ডাম্বুলায় সেঞ্চুরির স্বাদ পাওয়া ডানহাতি এ ব্যাটসম্যান তাসকিনের করা ৩৪তম ওভারের শেষ বলে ১ রান নিয়ে ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে নেন। তবে আগের ইনিংসের মত এ ইনিংসটিকে লম্বা করতে পারেননি। মুস্তাফিজ তৃতীয় স্পেলের দ্বিতীয় ওভারে এসে কুশল মেন্ডিসের উইকেট নেন। ফিজের অফকাটারে খোঁচা মারতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দেন ৫৪ রান করা মেন্ডিস।

৩৯তম ওভারে দলীয় ২০০ রান পায় শ্রীলঙ্কা। মেন্ডিসের পর দলের স্কোর বড় করার দায়িত্ব পড়ে থিসারা পেরেরা ও আশেলা গুনারত্নের উপর। ষষ্ঠ উইকেটে ২২ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। ৪৪তম ওভারে নিজের তৃতীয় স্পেলে বোলিংয়ে এসে প্রথম সাফল্য পান মাশরাফি। স্লো উইকেটে প্রথম দুই বল মিস করেন গুনারত্নে। তৃতীয় বলে আগ্রাসী হয়ে খেলতে গিয়ে মিড অনে ক্যাচ তুলে দেন ডানহাতি ব্যাটসম্যান। ৪৪ বলে ৩ বাউন্ডারিতে ৩৪ রান করেন গুনারত্নে। এ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন মাশরাফি। পরের ওভারে নিজের নবম ওভার করতে এসে দ্বিতীয় সাফল্য পান মুস্তাফিজ। প্রথম দুই বলে দুই বাউন্ডারি হজম করলেও ওভারের পঞ্চম বলে সেকুগে প্রসন্নকে আউট করেন। লং অফে দারুণ ক্যাচ ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর শ্রীলঙ্কার ইনিংস একাই টেনে নেন থিসারা পেরেরা। শেষ দিকে চার-ছক্কায় স্কোরবোর্ড সমৃদ্ধ করেন পেরেরা। মাশরাফির বলের ইনিংসে শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৫২ রান করেন বাঁহাতি এ ব্যাটসম্যান। শুরুর দিকে ছন্দে না থাকা মাশরাফি শেষ দিকে স্বরূপে ফিরে এসে সর্বোচ্চ ৩ উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ২ উইকেট পকেটে পুরেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট অর্জন করেন।

শ্রীলঙ্কার মাটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মত ওয়ানডে সিরিজ ড্র করল বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে ১-১ এ সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের সূবর্ণ সুযোগ থাকলেও নিজেদের ব্যর্থতায় সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ।