স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান

স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের মানসিকতা ধারণ করার জন্য ক্যাডেটদের আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

সোমবার (১৪ জুন) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২০ ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের মানসিকতা ধারণ করার কথা বলে পুলিশ মহাপরিদর্শক বলেন, তরুণ সমাজে মাদক ও ডিজিটালাইজেশনের প্রভাব আছে তা দ্বারা অবক্ষয়ের শিকার না হয় সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, আমাদের অবশ্যই ত্যাগ ও তীতিক্ষার মানসিকতা নিয়ে জনমানুষের-গণমমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষে পূর্ণ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।