হরিপুরে ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্প কর্মসূচীর আওতায় গরু বিতরণ

আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় উন্নয়নশীল দেশে রুপান্তর হয়েছে। বর্তমান সরকার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নানান কর্মসূচীর গ্রহণ করছেন। যেমন বয়স্ক, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা, প্রতিবন্ধী ভাতা,ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্প।

ভিক্ষুক মুক্ত সমাজ গড়তে আওয়ামী লীগ সরকার ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্প ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচী গ্রহন করেছেন। ইতি পূর্বে প্রতিটি ভিক্ষুক পরিবার কে -২৫,০০০ টাকা সমমূল্যে ছাগল ও দোকান ঘরের মালামাল সরবরাহ করেন। সেই ধারাবাহিকতায় আবারও ২০ টি ভিক্ষুক পরিবার জন্য -২৫,০০০ টাকা করে, ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্প ও বিকল্প কর্মসংস্থান আওতায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ, ভিক্ষুক মাঝে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল, উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম, হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল কাইয়ুম পুস্প, সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রহিম, ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ ও এলাকার সুধী মহল।