হরিরামপুরে খেজুরের রস ছাড়া ভেজাল গুড় তৈরির দায়ে ২ কারখানা বন্ধ ও ৬০০০ টাকা জরিমানা

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় রস ছাড়া ভেজাল খেজুরের গুর তৈরির দায়ে দুটি কারখানা স্থায়ীভাবে বন্ধ ও ৫ ব্যবসায়ীকে  ছয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১ ফেব্রয়ারি) সকালের দিকে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
তিনি জানান, হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল  ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধি অভিযান পরিচালিত হয়েছে। মজমপাড়া গ্রামের মোঃ ককেল এর বাড়িতে খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছিল খেজুরের গুড়। অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভেজাল কারী মূল হোতা। তবে বসতবাড়ি ও রান্নাঘর থেকে জব্দ করা হয় ভেজাল গুড় তৈরির সরঞ্জাম, চুন, বাসি ঝোলা ও প্রায় ১ মণ ভেজাল গুড়। জব্দকৃত মালামাল, গুড় ও চুলা ধ্বংস করা হয়েছে।
এছাড়াও ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার,খলিল, ককেল মোয়াজুদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে   সর্বমোট ৬,০০০ টাকা জরিমানা সহ পাঁচ মণের অধিক ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। মজমপাড়ার ককেল ও রাজশাহী থেকে আগত মৌসুমি গুড় ব্যবসায়ী সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।