হাঁটুতে ব্যথা, ডিপিএল না খেলার সিদ্ধান্ত তামিমের

সম্প্রতি ডান হাঁটুতে ব্যথা পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এই চোটের কারণে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে লিগে খেলা এই ওপেনার জানিয়েছেন, পায়ের ব্যথার কারণে লিগে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তামিম জানান, ফিল্ডিং ও উইকেটে দৌঁড়ানোর সময় পায়ে ব্যথা বোধ করছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ও মেডিকেল বিভাগের পরামর্শ নিয়ে ইনজুরি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে তামিম বলেন, ‘মাঝে মাঝে আমার পায়ে ব্যথা হচ্ছে। দৌঁড়াতে আমার কষ্ট হয়। আমি ইনজুরি নিয়ে কিছু ম্যাচ খেলেছি, কিন্তু এখন তা অসহনীয় হয়ে পড়েছে।

তিনি বলেন, জিম্বাবুয়ে সিরিজ দ্রুত এগিয়ে আসছে, তাই আমি চিকিৎসক ও বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে পরামর্শ করেছিলাম, তারা আমাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি যদি বিশ্রাম নিতে পারি, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে আমি পুরোপুরি ফিট হতে পারব।’