হাজিরা শেষে কারাগারে জেএমবির ৪ নারী সদস্য

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় ওই মামলায় তাদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক জাফরোল হাসান।

তারা হলেন জেএমবির নারী সদস্য নাদিরা খাতুন (৩০), হাবিবা আক্তার মিশু (১৮), রুনা বেগম (১৯) ও রুমানা আক্তার রুমা (২১)।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী ২৭ নভেম্বর পরবর্তী হাজির হওয়ার তারিখ নির্ধারণ করেছেন আদালত।

উল্লেখ্য, গত ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় অভিযান চালিয়ে ককটেল, গ্রেনেড তৈরীর সরঞ্জামাদি ও জেহাদী বইসহ জেএমবির এই চার নারী সদস্যকে আটক করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) রওশন আলী বাদী হয়ে  সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। এই মামলায় আজ তাদের আদালতে হাজির করা হয়।