‘হাজী বিরিয়ানী’তে পচা মাংস!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ‘হাজী বিরিয়ানী হাউস’-এ অভিযান চালিয়ে ১০০ কেজি পচা মাংস জব্দ করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাইমুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘হাজী বিরিয়ানী হাউস’ মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সাময়িক বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার কলেজগেট এলাকার হাজী বিরিয়ানির রান্নাঘরের ফ্রিজ থেকে ৭০ কেজি কাঁচা ও ৩০ কেজি রান্না করা পচা মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হাজী বিরিয়ানির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং দোকান ও রান্নাঘর সিলগালা করা হয়।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলুর রহমান বলেন, সোনাইমুড়ী বাজারের ‘হাজী বিরিয়ানি হাউজ’ দীর্ঘ দিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযান পরিচালনা করে ১০০ কেজি ক্ষতিকর ও পচা মাংস জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।