হাতীবান্ধায় মুক্তিযোদ্ধার সন্তান বানানোর কৌশল ফাঁস

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি : এবার বিশেষ সুবিধা পেতে মুক্তিযোদ্ধার সন্তান বানানোর অভিনব কৌশলের আশ্রয় নিতে দেখা গেছে উত্তরের জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। এতে ভাতিজার বাবা সেজেছেন ইব্রাহীম হোসেন নামের এক মুক্তিযোদ্ধা। আর তা দিয়ে মুক্তিযোদ্ধার সন্তান সেজে দেশী-বিদেশী প্রতিষ্ঠান থেকে শিক্ষাবৃত্তি তুলছেন রুবেল নামের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী। তাদের বাড়ি উপজেলার টংভাঙ্গা গ্রামে। তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে স্কুল-কলেজের সনদেও বাবার নাম বসেছে মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেনের। কিন্তু শেষ পর্যন্ত পারিবারিক কলহের জের ধরেই মুক্তিযোদ্ধার সন্তান বানানোর এই অভিনব কৌশলের বিষয়টি ফাঁস হয়ে যায়। কারণ রুবেল হোসেন নামের ওই শিক্ষার্থীর বাবা যে আছির উদ্দিন, তা উল্লেখ করে শিক্ষাবৃত্তি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি সংশ্লিষ্ট দুটি দফতরে লিখিত অভিযোগ করেছেন খোদ মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন। হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও স্কুল শিক্ষক রোকনুজ্জামান সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টংভাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নূরল আমিন এসব ঘটনার জন্য মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেনকে দায়ী করেন। রুবেল হোসেন মোবাইল ফোনে  প্রতিবেদককে বলেন, ভারতীয় হাইকমিশন থেকে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এখন পর্যন্ত শিক্ষাবৃত্তির যে ৪৮ হাজার টাকা পেয়েছি, তার অর্ধেক হিসেবে ২৪ হাজার টাকা মুক্তিযোদ্ধা ইব্রাহীম নিয়েছেন। এমনকি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বঙ্গবন্ধুর শিক্ষাবৃত্তির টাকার ভাগও তিনি নিয়েছেন বলে জানায় মুক্তিযোদ্ধা ইব্রাহীমের ভাতিজা রুবেল হোসেন।