হালিশহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের হালিশহর উপজেলার আর্টিলারি সেন্টারের পাশে গোডাউন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টির বেশি দোকান ভস্মীভূত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের আটটি গাড়ি এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হালিশহর আর্টিলারি সেন্টারের পাশে গোডাউন মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন ও ধোঁয়া দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নিউটন দাশ জানান, ফায়ার সার্ভিসের আটটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করার পর জানা যাবে বলেও জানান তিনি।

একতলা বিশিষ্ট প্রায় দেড় শতাধিক দোকান নিয়ে গোডাউন মার্কেটে প্রসাধনী সামগ্রী ছাড়াও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে ব্যবসা করতেন অনেকে।

মূলত এসব দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।