হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাকালে ভারতে চলমান লকডাউনের মধ্যে বুকে ব্যথা নিয়ে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে (এইমস) ভর্তি হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।

পিটিআই সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) রাত পৌনে ৯টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করায় দিল্লির এইমস হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, মনমোহন সিংকে কার্ডিও-থোরাসিক বিভাগে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নীতীশ নায়েকের তত্ত্বাবধানে রয়েছেন ৮৭ বছর বয়সী এ প্রখ্যাত অর্থনীতিবিদ।

অসুস্থতার খবর পেয়েই ট্যুইট করে তার দ্রুত আরোগ্য কামনা করেন বহু রাজনৈতিক নেতানেত্রী।

মনমোহনের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলসহ অনেকে। আরোগ্য কামনা করেছেন আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব এবং তার ছেলে তেজস্বী যাদবও সহ অনেকে।