হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী নভেল করোনাভাইরাসে আক্রান্তের পর শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে তাঁর দল। তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুরজওয়ালা এক টুইট বার্তায় বলেছেন, ‘কোভিড সম্পর্কিত সমস্যার কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আজ গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন এবং পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে রাখা হবে। উদ্বেগ ও শুভকামনার জন্য আমরা কংগ্রেসের সব পুরুষ, নারী ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই।’

গত ২ জুন করোনা শনাক্ত হয় সোনিয়া গান্ধীর শরীরে। এ কারণে তিনি অর্থপাচার মামলায় ভারতের কেন্দ্রীয় অর্থবিষয়ক গোয়েন্দা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের হাজিরা থেকে বিরত থাকতে পারবেন।