হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুরালিধরন

চেন্নাইয়ের একটি হাসপাতালে রোববার মুত্তিয়া মুরালিধরনের করোনারি এনজিওপ্লাস্টি করা হয়। একদিন পরই সোমবার (১৯ এপ্রিল) হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রীলঙ্কান ক্রিকেট লিজেন্ড।

৪৯ বছর বয়সী সাবেক স্পিনার চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সাপোর্ট স্টাফ দলে যুক্ত আছেন। রোববার হৃদরোগের সমস্যা নিয়ে হাসপাতালে যান মুরালিধরন। যদিও তার অবস্থা স্থিতিশীল বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

মুরালিধরন এখন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে সোমবার এক বিবৃতিতে জানায় অ্যাপোলো হাসপাতাল, ‘সিনিয়র ইন্টারভেনশিয়নাল কার্ডিওলজিস্ট ড. জি সেনগোত্তুভেলুর অধীনে গতকাল তার সফল অস্ত্রোপচারে স্টেন্ট পরানো হয়। তিনি এখন স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবেন।’

১৩৩ টেস্ট, ২৫০ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করে ১৩৪৭টি উইকেট নেওয়া মুরালিধরন রোববার ৪৯তম জন্মদিন পালন করেন। পরের দিন হাসপাতালে ভর্তি হওয়ায় ভক্তদের কপালে পড়েছিল দুশ্চিন্তার ভাঁজ।