হিজাবে হেডফোন, ৩ পরীক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন ভর্তিচ্ছু ছাত্রীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার বিকেলে ব্যবসায় প্রশাসন অনুষদের ‘সি২-৩’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি ১২০, ১২৩ ও ১৩৫ কক্ষ থেকে তাদের আটক করা হয়।

এর মধ্যে দুজনকে হিজাব পরে কানে হেডফোন দিয়ে একজনের সঙ্গে তথ্য আদান-প্রদান করছিল। আর অপরজন ওএমআর সেট কোড পরিবর্তন করায় আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টিতে ১২০ ও ১২৩ নম্বর কক্ষের দুজন ছাত্রী হিজাবের ভেতর কানে হেডফোন দিয়ে তথ্য আদান-প্রদান করে অসদুপায় অবলম্বন করছিল। এ সময় তাদের দুজনের কাছ থেকে দুটি হেডফোন ও মোবাইল জব্দ করা হয়। অপরজনকে একই ভবনের ১৩৫ নম্বর কক্ষ থেকে ওএমআর সেট কোড পরিবর্তন করার দায়ে আটক করা হয়।’

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানাবেন বলে জানান তিনি।