হিমালয়কন্যা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৬.১ ডিগ্রিতে

উত্তরের হাঁড় কাঁপানো শীতের তীব্রতা আরো বেড়েছে হিমালয়কন্যা পঞ্চগড়ে। তাপমাত্রা নেমেছে ৬.১ ডিগ্রিতে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

টানা এক সপ্তাহের বেশি সময় ধরে চলা শৈত্যপ্রবাহের নাকাল হয়ে পড়েছে এই জেলা। শুক্রবার অঞ্চলটি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দুয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে, আরও দুয়েকদিন ওই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

২০১৮ সালের জানুয়ারিতে পঞ্চগড়ে স্মরণকালে এ জেলায় ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।