হিমেলের দাফন সম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় নিহত চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে নাটোর সদর উপজেলার কেন্দ্রীয় গাড়ীখানা কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে রাবির পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী হিমেলের মরদেহ নিয়ে তার রাড়িতে আসেন। এ সময় হিমেলের বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা মনিরা আক্তার। স্বজনদের আহাজারি যেন থামছেই না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ হিমেলের সহপাঠীরা তার মায়ের সঙ্গে দেখা করতে গেলে বাকরুদ্ধ হয়ে পড়েন মনিরা আক্তার। কারও সঙ্গে কথা না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন তিনি। এ সময় রাবি ভিসি গোলাম সাব্বির সাত্তার হিমেলের মায়ের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।

হিমেলের মরদেহের সঙ্গে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলেন, হিমেলের পরিবারকে ক্ষতিপূরণের ১০ কোটি টাকা প্রদানসহ ছয় দফা দাবি মানা না হলে নতুন করে আন্দোলন ঘোষণা করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসি গোলাম সাব্বির সাত্তার বলেন, হিমেলের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের দাবি পূরণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় নিহত হন হিমেল।