হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও বাইডেনের বৈঠক

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর শুক্রবার এই প্রথম তাদের দুজনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আফগানিস্তানে বোমা হামলার ঘটনার কারণে তাদের আলোচনা পিছিয়ে শুক্রবারে অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইরান, নিরাপত্তা সমস্যা এবং করোনাভাইরাস মহামারি নিয়ে আলোচনা করেছেন। তবে তাদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি।

বেনেট এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে দেখা করেছেন। ইরান যাতে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে না পারে, তা নিশ্চিত করাই ইসরায়েলের মূল এজেন্ডা।

এ ছাড়া বিশ্লেষকরা বলছেন, বেনেটের লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো বাইডেনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা।