১২ দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক : পরিবহণ মালিক কর্তৃক চালক, সুপারভাইজার, হেলপারদের নিয়োগপত্র প্রদান ও বিভিন্ন বাস টার্মিনালে অবৈধ চাঁদা আদায় বন্ধসহ ১২ দফা দাবিতে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, মালিকদের নানা অবহেলায় আজ শ্রমিকরা তাদের কোনো অধিকার ভোগ করতে পারছে না। শ্রমিকরা প্রতিনিয়ত চাকরি হারানোর শঙ্কায় থাকেন। শ্রমিকদের কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। এমনকি পরিচয়পত্রও দেওয়া হয় না।

তিনি বলেন, ‘১২ দফা দাবিতে ১ ঘণ্টা আমাদের শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট চলবে।’

অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত আছেন সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী, সাংগঠনিক সম্পাদক আর এ জামান, প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

১২ দফার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ শ্রম আইন (সংশোধিত) অনুযায়ী সড়ক পরিবহণ শ্রমিকদের স্ব স্ব মালিক কর্তৃক অবিলম্বে নিয়োগপত্র প্রদান, পরিবহণ শ্রমিক সুপারভাইজার ও হেলপারদের মালিক কর্তৃক বর্তমান বাজার দর অনুযায়ী বেতন, ভাতা, খোরাকী এবং দুই ঈদ ও পূজায় উৎসব বোনাস প্রদান করা, চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে রিটের প্রথা বাতিল করে সহজকরণ।