১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৫৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মো: হানিফ উদ্দিন পাঠান : টঙ্গী (গাজীপুর) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি,স্বাধীনতার মহান স্থপ্রতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে গাজীপুর মহানগর ৫৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ,দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭নং ওয়ার্ড টঙ্গী বাজার বন্ধন কমিউনিটি সেন্টারে ৫৭ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুর সঞ্চালনায়|

৫৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো: জয় সরকার এর সভাপতিত্বে এবং ৫৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রায়হান আহম্মেদ এর সার্বিক সহযোগীতায় আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক ,গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু,সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,সহ-সভাপতি মোয়াজেম হোসেন,রশিদ ভূঁইয়া,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এহসানুল আলম ফরাজী,কার্যনির্বাহী সদস্য জাহিদুল কবির আনোয়ার,

টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি,টঙ্গী পূর্ব থানা সভাপতি পদপ্রার্থী সাইদুল হক লিটন প্রধান,সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন মনি সরকার,সাংগঠনিক সম্পাদক সাজিদ খান টুটুল, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী হাসান উদ্দিন,৪৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী সেজাত আহমেদ সোহাগ ও জসিম উদ্দিন পলাশ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান আলোচক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু সঞ্জিত কুমার মল্লিক তার বক্তব্যে বলেন গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্বেচ্ছাসেবক লীগের একটি মিটিং করতে গিয়ে তার নিজের আঙ্গিনায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্মমভাবে নিহত হয়েছে আমরা যদি শহীদ আহসান উল্লাহ মাস্টার এর কাছে রক্তের ঋণ অনুভব করি তাহলেও মনে রাখতে হবে তাহলে তার আদর্শ থেকে আমরা একবিন্দুও সরে দাঁড়াবো না এটাই আমাদের অঙ্গীকার।তিনি আরো বলেন যার বাবা বিএনপির সাথে জড়িত যার পরিবার বিএনপি ছাত্রদল যুবদলের সাথে জড়িত সে যতই আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর কথা বলুক না কেন আগামীতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হবে কমিটি হবে বিএনপি-জামাত অনুপ্রবেশকারী মাদক সেবি কোন মাদক ব্যবসায়ী,কিশোর গ্যাং তাদেরকে গাজীপুর মহানগরী স্বেচ্ছাসেবক লীগের করার কোনো সুযোগ নেই।

বিশেষ আলোচক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাত্রিতে বঙ্গবন্ধু সহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করেছিল খুনিরা,সেদিন বিদেশে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যায় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার প্রায় ছয় বছর পর বাঙ্গালীদের আহ্বানের দেশে ফিরে আসেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা লড়াই-সংগ্রাম অতিক্রম করে ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত হয়।তারপর থেকেই সেই একাত্তরের পরাজিত পাকিস্তানী শত্রুরা ১৯৭৫সালে যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল সেই পাকিস্তানি শত্রুরা এবং তাদের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়, সেই ধারাবাহিকতায় তারা ২০০৫ সালের সারাদেশে একযোগে সিরিজ বোমা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল। তারা বেছে বেছে হত্যা করেছিল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কে।

২০০৪ সালের ৭ই মে হত্যা করেছে গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার কে। আজকে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি রক্তের উত্তরসূরি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি কে গাজীপুরের দায়িত্ব দিয়েছেন । আমরা পেয়েছি একজন সৎ মানুষ আমরা পেয়েছি একজন কর্মী বান্ধব মানুষ আমরা পেয়েছি একজন সুযোগ্য নেতা।মাননীয় প্রধানমন্ত্রী তাকে ভালোবেসে তাকে উপর আস্থা রেখে তাকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছেন । তিনি আরো বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ করব গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি সুযোগ্য উত্তরসূরি জাহিদ আহসান রাসেল এমপি হয়ে কাজ করব এবং নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয় করে জাহিদ আহসান রাসেল এমপিকে পুনরায় সংসদ সদস্য বানাব। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত করে মোনাজাত এবং গণভোজের আয়োজন করা হয়।