১৫ দিনেই এলো এক মাসের বেশি রেমিট্যান্স

চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনেই ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৭৭৫ কোটি টাকা) দেশে পাঠিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা গেছে এ তথ্য।

গত বছর (২০২০ সাল) এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। সে হিসেবে চলতি বছর মাত্র ১৫ দিনেই গত বছরের পুরো এপ্রিল মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিল শেষে রেমিট্যান্স আহরণ দাঁড়াবে ২৩০ কোটি ডলারে।

সংশ্লিষ্টরা বলছেন, রমজানে সাহায্য-সহযোগিতার কারণে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পায়। এ ছাড়া সরকারি ২ শতাংশ প্রণোদনার সঙ্গে অনেক ব্যাংক বাড়তি ১ শতাংশ অর্থ দিচ্ছে। এ কারণেও বৈধ পথে রেমিট্যান্স আসছে। ঈদের আগে রেমিট্যান্স প্রবাহে আরও বড় উল্লম্ফন দেখা যাবে।