২০১৯ সালের ২৯ জানুয়ারি জাতীয় নির্বাচন

অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনো দিন জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘একটি দল একসময় যারা আমাদের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছিল, তাদের এখন কোনো কাজ নেই। তাই তারা আজ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে। ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যেকোনো দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আশুলিয়ায় তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বেতন বৃদ্ধির একটি প্রক্রিয়া আছে। হঠাৎ করে কারখানা বন্ধ করা ঠিক হয়নি। কারখানা চালু করুন। তারপর সবাই মিলে শ্রমিকদের সমস্যার সমাধান করব।’

তিনি বলেন, ‘কারখানা মালিকরা শ্রম আইনের ১৩ এর ১ ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দিয়েছেন। শ্রমিকরাও তাদের কথা রাখেনি। নৌমন্ত্রীর বাসায় বৈঠক করে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তারা তাদের কথা রাখেনি।’

আইসিটি খাতের উদ্যোক্তাদের দাবির প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের জিডিপিতে তৈরি পোশাক খাতের অবদান ৮১ শতাংশ। আমরা পণ্যের বহুমুখীকরণ (ডাইভারসিফিকেশন) চাই। চামড়া, পাটসহ অন্যান্য রপ্তানি খাতে যেমন নগদ সহায়তা দেওয়া হয়, তেমনি আইসিটি খাতে নগদ সহায়তা দেওয়া হবে। আমরা চাই ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হোক।’

ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশ লাভবান হবে এমন কথা উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিবেন। এতে ভিয়েতনামসহ অন্যান্য দেশ লাভবান হতো। তার ঘোষণা বাংলাদেশের জন্য ভালো হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একসময় জিডিপিতে কৃষির অবদান ছিল ৭০ শতাংশ। এখন ১৫ শতাংশ। সে সময় খাদ্যের অভাব ছিল। এখন আমরা খাদ্যে উদ্বৃত্ত। ২০১৬-১৭ অর্থবছর শেষে আমাদের মোট রপ্তানি হবে ৩৭ বিলিয়ন ডলার।’

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেব বলেন, ‘খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ঢালাওভাবে ১৫ শতাংশ ভ্যাট নেওয়া হচ্ছে। এটা ঠিক না। কেন আমরা ১৫ শতাংশ ভ্যাট দিতে যাবে। এনবিআরের কিছু কর্মকর্তা আইএমএফ ও বিশ্বব্যাংককে খুশি করতে আমাদের ওপর চাপ প্রয়োগ করছে।’

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহ্বায়ক তৌফিক এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাসিসের সভাপতি মোস্তফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক, বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।