২০ বছর বন্দী থাকার পর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :
ব্রাজিলে পরিবারের সদস্যদের হাতে ২০ বছর বন্দী থাকার পর এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলের দক্ষিণ-পূর্বের দারিদ্রপীড়িত গুয়ারুলহস এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশ ৩৬ বছরের ওই ব্যক্তিকে উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় দেখা গেছে, ওই ব্যক্তি অপুষ্টির শিকার। দুর্বলতার কারণে সে কথা বলতে পারছিল না এবং সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই ব্যক্তির দাড়ি লম্বা হয়ে প্রায় কোমর পর্যন্ত নেমে গিয়েছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ১৬ বছর বয়সে ওই ব্যক্তি নিখোঁজ হয়। তার নাম আরমন্দো বেজেরা বলে জানা গেছে। নিখোঁজ হওয়ার আগে প্রায়ই তার সৎ মা তাকে প্রহার করতো। বাড়িটিতে সে বাবা, সৎ ভাই ও সৎ মায়ের সঙ্গে বাস করতো।

যে কক্ষটি থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, সেখানে কেবল একটি বিছানা ও নোংরা টয়লেট ছিল। দেয়ালের সঙ্গে একটি শেকলও সংযুক্ত ছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তির মধ্যে মানসিক রোগে লক্ষণ দেখা গেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশি অভিযানের সময় ওই বাড়িতে আর কাউকে পাওয়া যায়নি।