২৫ বছরেই নেওয়া যাবে কোভিড টিকা

করোনার টিকার জন্য নিবন্ধনের অ্যাপ ‘সুরক্ষা’য় বয়সসীমা ২৫ বছরে নামিয়ে আনা হয়েছে। ফলে বাংলাদেশিরা ২৫ বছর বা তদূর্ধ্ব বয়স হলেই এখন থেকে করোনার টিকা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে গিয়ে দেখা যায়, ২৫ বছর ও এর তদূর্ধ্ব বয়সীদের টিকার নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা কমিয়ে ৩০ নির্ধারণ করেছিল সরকার। তার আগে গত ৫ জুলাই টিকা নিবন্ধনের বয়সসীমা ৩৫ করা হয়েছিল।