৩ কোটি ডোজ টিকা দেওয়া ঘোষণা জার্মানির

চলতি বছরের শেষে আরও ৩ কোটি ডোজ করোনার টিকা বিশ্বের অনুন্নত ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বিনামূল্যে দেয়ার ঘোষণায় মার্কেল সরকারের প্রশংসা করেছেন স্থানীয়সহ প্রবাসীরা।

এদিকে গর্ভাবস্থায় টিকা নেয়ার ক্ষেত্রে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না তা খতিয়ে দেখছে জার্মানির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

চলতি বছর শেষে দরিদ্রতায় জর্জরিত দেশগুলোর জন্য আরও ৩ কোটি ডোজ করোনা টিকা দেয়ার ঘোষণায় খুশি দেশটির সাধারণ জনগণসহ প্রবাসীরা।

এদিকে জার্মানির ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি স্টিকো নতুন এক গবেষণায় জানিয়েছে, গর্ভাবস্থায় কিংবা শিশুদের বুকের দুধ দেওয়ার ক্ষেত্রে করোনার টিকা গ্রহণে তেমন কোনো প্রভাব ফেলবে না। তবে দেরি না করে ভ্যাকসিনের মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি দরিদ্র দেশগুলোতে পৌঁছে দিলে হয়ত বড়সড় মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

জার্মানিতে টিকা গ্রহণে অনাগ্রহ এবং পরিমাণের চেয়ে বেশি ক্রয়ের কারণে মেয়াদোত্তীর্ণ ৬৫ হাজারের টিকা ফেলে দিয়েছে দেশটি।