৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা আইজি কাপে ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর বনানীতে আর্মি শুটিং রেইঞ্জে অনুষ্ঠিত বৃহস্পতিবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি।

প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, সংস্থা ও র‌্যাব ফোর্সেস অংশগ্রহণ করে। ফায়ারিং প্রতিযোগিতায় ১০ মিটার ১৭৭ এয়ার রাইফেল ওপেন, ২৫ মিটার ২২ বোর পিস্তল, ১০ মিটার ১৭৭ পিস্তল এবং ৫০ মিটার ২২ রাইফেল তিনটি শ্রেণিতে ফায়াররা অংশ নেন।

আইজিপি কাপে ৩০০ পয়েন্টের মধ্যে ২৫০ পয়েন্ট পেয়ে র‌্যাব ফোর্সেস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর ২২৮ পয়েন্ট নিয়ে রানার আপ হয় এস.বি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী র‌্যাব টিমের সদস্যরা হলেন- এয়ার উইং এর ভারপ্রাপ্ত পরিচালক মেজর সৈয়দ নজরুল ইসলাম, উপ-পরিচালক মেজর আহম্মেদ হোসেন সোহেল ও র‌্যাব-১০ এর কমান্ডার মেজর মঞ্জুর।