৪০০তম ম্যাচের মাইলফলকটা গোল দিয়ে রাঙিয়েছেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক : লা লিগায় নিজের ৪০০তম ম্যাচের মাইলফলকটা গোল দিয়ে রাঙিয়েছেন লিওনেল মেসি। পাশাপাশি আর্জেন্টাইন তারকা ছুঁয়েছেন কিংবদন্তি জার্ড মুলারের রেকর্ড।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একক কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের (৩৬৫) রেকর্ডটা গত ৩৯ বছর ধরে ছিল মুলারের একার। কাল লেভান্তের বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলের জয়ে একটি গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

১৯৬৪ থেকে ১৯৭৯ পর্যন্ত বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে ৪২৭ ম্যাচে ৩৬৫ গোল করেছিলেন মুলার। ২৭ ম্যাচ কম খেলেই মুলারকে ছুঁয়ে ফেললেন মেসি। আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল করলেই রেকর্ডটা নিজের করে নেবেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়।

মুলারের একটি রেকর্ড অবশ্য গত ডিসেম্বরেই নিজের করে নিয়েছেন মেসি। বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের ৫২৬তম গোলটা করে একক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে মুলারকে ছাড়িয়ে যান মেসি।