৪০ বছরে প্রায় ৮০০ মানুষকে হত্যা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অস্ত্র সমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক : ফান্সের বায়োঁ শহরে এক অনুষ্ঠানে ফরাসি বিচার বিভাগের কাছে অস্ত্রভান্ডার ও তার অবস্থান সম্পর্কে তথ্য দেয় এটার প্রতিনিধিরা।

ইউরোপে টিকে থাকা সবশেষ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘এটা’ তাদের অস্ত্র সমর্পণ প্রক্রিয়া শুরু করেছে।

বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালাতে গিয়ে গত ৪০ বছরে প্রায় ৮০০ মানুষকে হত্যা করেছে এটা এবং তাদের হামলায় আহত হয়েছে কয়েক হাজার মানুষ।

২০১১ সালে এটার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয় কিন্তু তারা অস্ত্র সমর্পণ করেনি এতদিন। এবার অস্ত্র সমর্পণ প্রক্রিয়া শুরু হলো।

এটা ইউরোপের বিচ্ছিন্নতাবাদী, স্বাধীনতাকামী সশস্ত্র ও বিদ্রোহী সংগঠন। তাদের লক্ষ্য ছিল, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম ও স্পেনের উত্তরাঞ্চল নিয়ে স্বাধীন বাস্ক রাষ্ট্র গঠন করা। এটার এই দাবির সঙ্গে কোনো আপোশ করেনি ফ্রান্স ও স্পেন। ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত ছিল এটা।

স্থানীয় মেয়র, একজন ইতালীয় আর্কবিশপ, একজন আইরিশ যাজক ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে বায়োঁ শহরে এ অনুষ্ঠান হয়।