৫০০ টাকা ভাংতি না পাওয়ায় দোকানিকে মারধর, ছাত্রলীগ নেতা গ্রেফতার

৫ টি ‘বেনসন’ সিগারেট কিনে ৫০০ টাকার নোট ভাংতি না পাওয়ায় দোকানের ভেতরে ঢুকে দোকানিকে মারধরের ঘটনা ঘটেছে চট্টগ্রামের জামালখান এলাকায়। অভিযুক্ত শিবু দাশগুপ্তকে শনিবার (১৬ জানুয়ারি) ভোরে নগরীর জামালখান এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

ভাঙচুরের ঘটনায় আজাদ স্টোরের মালিক মো. আজাদ একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, শিবু দাশের ‘গ্যাং’ এর একজন লোক ৫০০ টাকা দিয়ে ৫ টি ‘বেনসন’ সিগারেট কিনতে যান। ব্যবসায়ী ভাংতি নেই জানিয়ে তাকে ফিরিয়ে দেন। পরে একইদিন বিকেল তিনটায় শিবু ওই দোকানে ভাংতি না দেওয়ার কারণ জানতে চান এবং মারধর করেন। এসময় দোকানের সামনের কাঁচের বক্সও ভেঙে ফেলেন তিনি।

দোকানি অভিযোগ করেন, এসময় শিবু তার দোকান থেকে নগদ ১৩ হাজার টাকা চুরি করে নিয়ে যান। দোকানে ভাঙচুরের কারণে ৭০ হাজার টাকার ক্ষতিও হয় বলে অভিযোগ করেন তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরায় ধারণ হওয়া ফুটেজ দেখে নিশ্চিত হয়ে শিবুকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে শিবুকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।