৫ হাজার রান

ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ।

বিগ ব্যাশে বৃহস্পতিবার রাতে মেলবোর্ন রেনেগেডসের হয়ে সিডনি থান্ডারের বিপক্ষে ৩৭ বলে ৬৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পথে ৫০০০ রানের মাইলফলকে পৌঁছান ফিঞ্চ।

২০০৯ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া ফিঞ্চ ৫০০০ রান পূর্ণ করলেন ১৫৯ ইনিংসে। ২০১৩ আইপিএলে দ্রুততম ১৩২ ইনিংসে ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান সুপারস্টার ক্রিস গেইল।

বৃহস্পতিবার রাতে চলতি বছর টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ফিঞ্চ। এর আগে মাত্র একবারই বছরে হাজার রান করতে পেরেছিলেন তিনি, ২০১৪ সালে করেছিলেন ১১৭২ রান।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশের ছয় মৌসুমের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডেরও খুব কাছে চলে গেছেন ফিঞ্চ। এখন পর্যন্ত ৩৩ ইনিংসে তার রান ১২৭০। ৪২ ইনিংসে ১২৭৫ রান করে রেকর্ডটি ধরে রেখেছেন মাইকেল ক্লিঙ্গার। অর্থাৎ ক্লিঙ্গারকে ছাড়িয়ে যেতে ফিঞ্চের চাই আর ৬ রান।