৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে আট ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। শ্রীপুর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশের হোম সিগন্যালের কাছে বলাকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকে ওই রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ ছিল।

শামীমা আক্তার বলেন, বলাকা ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের জন্য কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে ইঞ্জিন উদ্ধার করে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন লাইনের ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা দেরি হয়েছে। রাতে ইঞ্জিন উদ্ধারের মধ্য দিয়ে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক হয়েছে।