৯৯৯ এ ফোন, পাচারকালে সরকারি চাল বোঝাই ট্রাক জব্দ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে বগুড়ার ধুনট উপজেলায় পাচারের সময় তিন হাজার ১৯০ কেজি সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার কালেরপাড়া ইউপি কার্যালয়ের সামনের রাস্তা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাক চালক শাহ আলমকে (৩৮) আটক করেছে পুলিশ। আটক শাহ আলম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে কালেরপাড়া ইউপি কার্যালয় এলাকা থেকে ৬৫ বস্তা (তিন হাজার ১৯০ কেজি) সরকারি চাল রোহান এন্টারপ্রাইজের একটি ট্রাকে (ঢাকা মেট্টো-ন ১৭-৫৫১০) বোঝাই করে রওনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় এক যুবক জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে। পরে পুলিশ সরকারি চাল বোঝাই ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আটক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে মামলা হবে।