৯৯৯ ফোন, অগ্নিকুণ্ড থেকে পাঁচ তরুণ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের অগ্নিকুণ্ড পাহাড়ে বেড়াতে গিয়ে আটকেপড়া এক কিশোরের ভাইয়ের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে পাঁচ কিশোর-তরুণকে উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।

উদ্ধারকৃতরা হলেন- হাবিবুর নবী শুভ (২৩), মো. শাহরিয়ার ইমন (২৩), নাহিদ (১৪), সানি (৮) এবং দেলোয়ার হোসেন (২৬)।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ৯৯৯ নম্বরে হৃদয় নামে এক কলার জানান, তার ভাই ইমনসহ আরও কয়েকজন সীতাকুণ্ডের অগ্নিকুণ্ড পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। এখন তারা ওপরে উঠতে পারছে না, নিচেও নামতে পারছে না। আটকেপড়া সবাই কিশোর ও তরুণ বয়সী বলেও জানান কলার। ৯৯৯ কলারের সঙ্গে সীতাকুণ্ড থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয় এবং একই সঙ্গে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানায়। সংবাদ পেয়ে সীতাকুণ্ড মডেল থানার একটি মোবাইল টিম ফায়ার সার্ভিসের সহায়তায় ওই পাঁচজনকে উদ্ধার করে।

উদ্ধার-পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃতদের মধ্যে তিনজন (শুভ, ইমন, দেলোয়ার) পর্যটক এবং বাকি দুজন (নাহিদ ও সানি) স্থানীয়। স্থানীয় নাহিদ ও সানি পর্যটকদের নিয়ে পাহাড়ে ওঠার একপর্যায়ে পথ হারিয়ে পাহাড়ে আটকা পড়ে এবং নিরুপায় হয়ে ৯৯৯-এ ফোন করে সীতাকুণ্ড থানার সঙ্গে যোগাযোগ করে।