অনাকাঙ্ক্ষিত বন্ধু এড়িয়ে চলার উপায়

বন্ধু-বান্ধব, সহকর্মী কিংবা পাড়া-প্রতিবেশীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা অন্য মানুষের সঙ্গে গায়ে পড়ে মিশতে চান। অন্যকে বিরক্ত করায় তাদের স্বভাব। এ ধরনের মানুষের কাছ থেকে অনেকেই দূরে থাকতে চান। যে মানুষ অপ্রত্যাশিতভাবে কথা বলতে চায় কিংবা অনভিপ্রেত কাজ করতে থাকে সেই মানুষের কাছ থেকে দূরত্ব রাখা উত্তম।

  • কোনো মানুষের জন্য নিজের কাজকর্মে বিঘ্ন ঘটতে থাকলে তার থেকে দূরে থাকাই ভালো। কথাবার্তা বন্ধ করে দেয়া হতে পারে ভালো উদাহরণ। এমন মানুষ পরবর্তী কোনো সময়ে কাছে এলে তার সঙ্গে ফরমাল ব্যবহার করা উচিত।
  • কোনো বন্ধু যদি একটু বেশিই বিরক্ত করে ফেলে কিংবা তাকে যদি আপনার ভালো না লাগে তবে তার সম্পর্ক ছিন্ন করে ফেলুন। কখনোই তার সঙ্গে চলাফেরা বা ওঠাবসা করবেন না। তার কোনো কথা বা পরামর্শ শুনবেন না। অযাচিতভাবে কিছু বলতে এলে তাকে থামিয়ে দিন।
  • অনাকাঙ্ক্ষিত মানুষের কাছ থেকে দূরে থাকার জন্য দেয়াল তৈরি করুন। কোনো সময়ে দেখা হলে যে কথা না বললেই নয় শুধু সেটুকু বলুন। তারপর তাকে এড়িয়ে যান।
  • সরাসরি বলে দিন, ‘আমি আর তোমাকে আমার বন্ধু হিসেবে ভাবতে চাই না।’
  • সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাকে ‘আনফ্রেন্ড’ করে দিন। প্রয়োজনে ব্লক করে দিন। তার ব্যক্তিগত মোবাইল নম্বরটিতেও ব্লক করে রাখুন। এভাবে তার সম্পর্কে যোগাযোগ বন্ধ করার মাধ্যমে দূরত্ব তৈরি হয়ে যাবে।
  • নিজ সিদ্ধান্তে অটল থাকুন।