‘অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত টাকা নিয়ে কাউকে নয়-ছয় করতে দেয়া হবে না’

অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত টাকা নিয়ে কাউকে নয়-ছয় করতে দেয়া হবে না জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এসময় তিনি বলেন, এ ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (০৮ মে) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট স্কুল মাঠে সেখানকার ২৪ হাজার ৪৫০ জন অসহায় মানুষের মাঝে জিআর প্রকল্পের ১ কোটি ১০ লাখ ২৯ হাজার টাকা বিতরণকালে এ হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস সহ সংশ্লিষ্টরা।