আইপিএল শেষ করেই দেশের বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব

বর্তমানে আইপিএলে ব্যস্ত আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। নকআউট পর্বের ম্যাচগুলোতে নিয়মিত সুযোগ পাওয়ায় আইপিএল শেষ করেই বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে থাকলেও একাদশের বাইরেই রাখা হয়েছিল সাকিব আল হাসানকে। একের পর এক ম্যাচে সতীর্থদের জন্য পানি টানার কাজই মূলত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই ধারণা করা হয়েছিল ৯ অক্টোবর বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। লকাতার হয়ে আইপিএল শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক আকরাম খান। গতকাল সোমবার বিশ্বকাপের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে আকরাম খান বলেন, ‘খেলোয়াড়রা বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলতে পারবে তত ভালো। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, এটা ওর (সাকিব) জন্য, দলের জন্যও ভালো।’

এরপর আকরাম বললেন, ‘সাকিব সেখানে খেলছে সেটা আমাদের জন্য ভালো, যখনই খেলা শেষ হবে, তখনই সে দলের সঙ্গে যোগ দেবে। সাকিব আর মুস্তাফিজের বিষয়ে আমরা চিন্তিত নই, যেহেতু ওরা ওখানেই আছে, আর ওখানেই খেলছে। আর বাকিরা অনুশীলনে আছে। ওরা যখনই ফ্রি হবে, চলে আসবে।’