আইসিসি নেমেছে সরফরাজের অভিযোগ তদন্তে

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দল ওয়ানডেতে দারুণ সময় পার করছে। সরফরাজ আহমেদের দল চ্যাম্পিয়নস ট্রফির সাফল্য ধরে রেখেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও।

পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে তারা। লঙ্কানদের যখন হোয়াইটওয়াশের অপেক্ষায় পাকিস্তান তখন বড় এক বোমা ফাটালেন পাকিস্তানের অধিনায়ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সরফরাজ জানিয়েছেন, তাকে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। ’ পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠীও বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানকে বদলে ফেলার নায়ক সরফরাজ ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এবং সেই তথ্য টিম ম্যানেজম্যান্টকে জানিয়ে দারুণ এক দৃষ্টান্ত তৈরি করেছেন। ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য পিসিবি ও আইসিসির দুর্নীতি দমন ইউনিটে দেওয়ার পাশাপাশি জুয়াড়ির তথ্যও দিয়েছেন সরফরাজ। সরফরাজ আহমেদের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট।

পাকিস্তান-শ্রীলংকা সিরিজের তৃতীয় ওয়ানডের আগে ফিক্সিংয়ের প্রস্তাব পান সরফরাজ। তাকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেন দুবাইয়ে বসবাসকারী পাকিস্তানি এক নাগরিক। চলতি বছর আরব আমিরাতে পাকিস্তান সুপার লীগ খেলার সময় ফিক্সিংয়ে জড়ান পাকিস্তানের ছয় ক্রিকেটার। সে সময়েই তাদের দেশে ফেরত পাঠায় পিসিবি।

সরফরাজের অভিযোগের পর পিসিবি পাকিস্তান দলের হোটেল পরিবর্তন করে দেয় এবং ক্রিকেটারদের হোটেলের বাইরে চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।