আকাশে ভাসমান জাহাজ!

ইংল্যান্ডের একটি উপকূলে আকাশে ভাসমান জাহাজের ছবি নিয়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। ড্যান মরিস নামে এক ব্যক্তি ফলমাউথ নামের জায়গা থেকে আলোচিত ছবিটি তোলেন।

বিবিসির আবহাওয়াবিদ ডেভিড ব্রাইনে বলেন, এই ঘটনাটিকে ‘বিশেষ মরীচিকা’ বলা হয়ে থাকে। বায়ুমণ্ডলে আলোর বেঁকে যাওয়ার কারণে এমন পরিস্থিতির উদ্ভব হয়। এমন দৃশ্য আর্কটিক এলাকায় সচরাচর দেখা গেলেও যুক্তরাজ্যে এটা খুবই কম দেখা যায়।

আবহাওয়াবিদ ডেভিড ব্রাইনে বলেন, বিপরীতমুখী তাপমাত্রার কারণে অনেকসময় এমন মরীচিকার সৃষ্টি হয়। যেহেতু ঠান্ডা বাতাস গরম বাতাসের চেয়ে তুলনামূলক ঘন, সেহেতু মাটিতে আলোকে বাঁকায় এবং ভূমিতে দাঁড়ানো ব্যক্তির চোখের অবস্থানের সাপেক্ষে দূরত্ব পরিবর্তন করে। মূলত একারণেই দূরের জাহাজটিকে তার নিজ অবস্থানের চাইতে উপরে দেখা যাচ্ছে।

সূত্র:বিবিসি