আজও পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরে ফেরা মানুষের ভিড়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এক সপ্তাহের লকডাউন বা বিধিনিষেধের শেষ দিনেও চলছে ফেরি। গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছে সাধারণ যাত্রী। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় বিভিন্ন মাধ্যমে এ ঘাটে বাড়ছে ঘরে ফেরা মানুষের ভিড়। কঠোর লকডাউনের ঘোষণায় রাজধানী ও এর আশপাশের জেলা শহরগুলো ছাড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১১ এপ্রিল) ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পার হওয়া মানুষ ভিড় বাড়ছে। সেই সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ছোট ও মাঝারি যানবাহনে চড়ে পাটুরিয়া ঘাটে এসে জড়ো হচ্ছেন সাধারণ যাত্রীরা।

বিশেষ করে ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক কঠোর লকডাউনের খবরে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে বাড়ছে ঘরে ফেরা মানুষের ভিড়।

জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে।

ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, ঘাটে যানবাহন থাকলেই আমরা পার করছি। এখন বেশি রয়েছে ট্রাক, ছোট যানবাহন।