আন্তঃ সমন্বয়ের মাধ্যমে ফৌজদারী ও দেওয়ানী মামলার জট হ্রাস 

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগের উদ্দোগে বিচার বিভাগীয় সম্মেলন২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের উদ্দোগে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা দায়রা জজ মোঃ আদীব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুব আলম খান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কুমার শিপন মোদক, জেলা সিভিল সার্জন ডা. এস.এম মাহমুদুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হামিদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনিসুর রহমান খান প্রমুখ। সভায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জেলা জজ আদালতের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট মোঃ নাজমুল হোসেন যুগ্ম জেলা জজ মোঃ মাইনুদ্দিন।

সভায় জেলা দায়রা জজ মোঃ আদীব আলী বিচার সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তঃ সমন্বয়ের মাধ্যমে ফৌজদারী দেওয়ানী মামলার  জট কমিয়ে আনা হয়েছে। আর আগামীতে ন্যায় বিচারের স্বার্থে বিচার প্রার্থীদের আরো সেবা দেয়ার মন সকল পক্ষকে এগিয়ে আসার আহবান জানান তিনি। সভায় বিচারক, আইনজীবী, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, মাদক বিভাগ, কারাগার কর্তৃপক্ষ, দূর্নীতি দমন বিভাগ, পাবলিক প্রসিকিউটর পিপি, জিপি, সাংবাদিকদের প্রতিনিধি অংশগ্রহণ করে