আফগানিস্তান-আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত

মেলবোর্নের খামখেয়ালি আবহাওয়ায় শুক্রবার আফগানিস্তান ও আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ পরিত্যক্ত হলো কোনও বল ছাড়াই।

বাংলাদেশ সময় সকাল ১০টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হওয়ার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। গ্রুপ-১ এর এই ম্যাচটি ভেস্তে গেলো অবিরাম বর্ষণে। পিচ দুই ঘণ্টা ধরে কভারে ঢাকা থাকার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

আফগানিস্তানের টানা দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে না খেলে প্রথম পয়েন্ট পেয়েছিল। তাদের পাশে যুক্ত হলো আরেকটি পয়েন্ট। তিন ম্যাচে তাদের প্রাপ্তি ২ পয়েন্ট। এখনও তারা শেষ স্থানে।

শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু করা আয়ারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পায়। তৃতীয় ম্যাচেও তারা ফেভারিট ছিল। জিতলে সুযোগ ছিল শীর্ষে ওঠার। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করতে হলো। তাতে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠলো আইরিশরা।