আবুল কালামের অনিয়ম ও দূর্নীতির শেষ নেই

অনুসন্ধানী প্রতিবেদকঃ দ্বীপ জেলা ভোলার দৌলতখান এর উত্তর জয়নগর ইউনিয়নের চালতা তলি এলাকার আবুল কালামের অনিয়ম ও দূর্নীতির প্রতিবেদন।
দ্বীপ জেলা ভোলার দৌলতখান এর উত্তর জয়নগর ইউনিয়নের চালতা তলি এলাকার আবুল কালাম বেপারী র অনিয়ম ও দূর্নীতির প্রতিবেদন। ভোলার অনুসন্ধানীর সংবাদ দাতা অনুসন্ধান করে জানতে পেরেছেন যে সাত ভাই ও এক বোনের মধ্যে ৩য় হলেন আবুল কালাম। বড় ভাই মোয়াজ্জল বর্তমানে রিক্সা চালিয়ে তার সংসার চালাচ্ছেন ২য় ভাই ফজলু যশোহর জেলায় চা দোকান করে জীবিকা নির্বাহ করছে। ৩য় আবুল কালাম বেপারী নিজে কোটি কোটি টাকার মালিক। ৪র্থ আমির হোসেন কৃষি কাজ করে আয় রোজগার কছেন। ৫ম জাফর ২৪ বছর বিদেশ থেকে প্রবাস জীবন শেষ করে গ্রামের বাড়ীতে এসে ব্যবসা করছেন বলে জান যাই। ৬ষ্ঠ তাজল ভ্যান গাড়ী চালিয়ে রুটি রোজীর ব্যবস্থা করছেন । ৭ম সর্ব শেষ কনিষ্ঠ ভাই সেলিম কেকড়া টলি চালিয়ে নিজে ও পরিবারের রোজগারের ব্যবস্থা করছেন। ৭ ভাই এর ১ বোন সাজু বেগম স্বামীর সংসারের সুখেই আছেন । আবুল কালাম বেপারীর পিতা মৃত মোজ্জাম্মেল হক বেপারী ও তার মাতা মৃত মাফিয়া খাতুন গ্রাম উত্তর জয় নগর পোষ্ট চালতা তলি বাজার থানা দৌলত খান জেলা ভোলা । সূত্রে জানা যায় পিতা মোজাম্মেল হক বেপারী ১৫২ শতাংশ জমির মালিক ছিলেন । পৈত্রিক সূত্রে আবুল কালাম বেপারী কোন জায়গা জমি পান নাই। পিতার মৃত্যুর আগে তার ভাই বোনদের মাঝে ভাগ বাটোয়ারা করে দিয়ে যায়। নাম প্রকাশের অনিচ্ছুক চালতা তলি গ্রামের এক ব্যক্তি জানান যে আবুল কালাম বেপারী রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। আজ সে কোটি কোটি টাকার মালিক। এই টাকার উৎস কোথায়। তিনি আরও জানান কালামের বড় মেয়ে তাছনূর বেগম মেঝমেয়ে ইয়াছনূর বেগম, ছোট মেয়ে রোজিনা আক্তার বড় ছেলে শফি ছোট ছেলে মোঃ আলী ও আবুল কালাম সহ পরিবারের সকলের নামিয় ব্যাংক একাউন্টটে কোটি কোটি টাকা জমা রয়েছে। একই গ্রামের মাঝির পুত্রা জানায় বাংলা বাজার ও দৌলত খান সোনালী ব্যাংকে তাদের সকলেরই ব্যাংক একাউন্ট রয়েছে। চট্রগ্রাম থেকে জানা যায় চট্রগ্রাম বন্দরে নিলাম শাখায় ডিপুটি কমিশনার তপন চন্দ্রদের অধিনে পিয়ন পদে কর্মরত আছে আবুল কালামের বড় ছেলে মোঃ সফি। সফির সাথে আলাপ চারিতায় সফি নিজের মুখেই শিকার করে যে ব্যাংকে আমাদের ৩ কোটি টাকা রয়েছে। আমি ও আমার ভাই চট্রগ্রাম বন্দরে কাজ করি। আমার ভাই মোহাম্মদ আলী চট্রগ্রামে বন্দরের ভিতরে ডেলি লেবার হিসাবে কাজ করে। ব্যাংকে আমাদের টাকা থাকবে এটাইত স্বাভাবিক। এসকল বিষয়ে চট্রগ্রাম নিলাম শাখার ডিপুটি কমিশনার তপন চন্দ্র দের সাথে আলাপ করার চেষ্টা করে বার বার ব্যর্থ হয়েছে আমাদের ক্রাইম পেট্রোল সংবাদ দাতা। ভিন্ন একটি সূত্রে জানা যায় আবুল কালামের ভাই জাফর বিদেশে চাকরীরত থাকা অবস্থায় জাফরের স্ত্রী ফাতেমা বেগমকে দৌহিক নির্যাতন করে আবুল কালাম ব্যপারী । বিষয়টি ক্রাইম পেট্রোল বিডি কে মেহেদি পুর গ্রামে থানা দাগন ভূইয়া জেলা : ফেনী জানান শেখ আহাম্মদের মেয়ে ফাতেমা বেগমকে দীর্ঘ এক যুগ যাবৎ কাল স্বামী জাফর ফাতেমা বেগম কে পিতালয় রেখে দিয়েছে। জাফরের স্ত্রী ফাতেমা বেগম দুই ছেলে তিন মেয়ে নিয়ে দাগন ভূইয়ার পিতার বাড়ীতে রয়েছে। এ সকল বিষয়ে ১২/১৩ বৎসর আগে ফাতেমা বেগম নিজেই বাদী হয়ে ফেনী জেলার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি হয়েছিল আবুল কালামের বিরুদ্দে । অন্য আরেক টি সূত্রে জানা যায় বিগত ১০ বৎসর আগে একই গ্রামের ফরিদের মেয়ে জোসনা ১০ বৎসর কে শারিরিক নির্যাতন করে আবুল কালাম । বিষয়টি জান জানি হলে গ্রাম্য শালিসে উত্তর জয় নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গন্য মান্য ব্যক্তি বর্গ আবুল কালাম বেপারীকে ১০ হাজার টাকা জরিমানা করে ও মুসলেকা রেখে ছেড়ে দেয়। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে স্থানীয় ইউপি সদস্য ফরহাদ মেম্বার আবুল কালামের পৃষ্ট পোষকতার দ্বায়িত্ব নিয়েছে। গত কয়েক দিন আগে আবুল কালাম বেপারী স্থানীয় সংসদ সদস্য আলী আযম মুকুলের ভোলাস্থ বাসভবনের সামনে ১০/১২ টি মোটর বাইক নিয়ে উষœ অভ্যার্থনা জানাতে গিয়ে ছিলেন । দুঃখ ও পরিতাপের বিষয় মাননীয় সংসদ সদস্য আলী আযম মুকুল আবুল কালাম কে কোন পাত্তা দিলেন না। মাননীয় সংসদ সদস্য জানতে চাইলে কে এই কালাম তাকে তো আমি চিনি না, পাশের এক ব্যক্তি জানালেন মাননীয় এমপি মহোদয় আবুল কালাম হলো যখন যেমন তখন তেমন। আবুল কালাম বেপারীর বর্তমান অবস্থা ও ক্রয় কৃত সম্পতির বিবরন ঃ- ১। মহসিন পাটোয়ারির নিকট থেকে ক্রয় করে ৪৮ শতাংশ । ২। নূরু মিয়া থেকে ক্রয় করে ২৮ শতাংশ । ৩। জয়নাল আবেদীন থেকে ক্রয় করে ৮ শতাংশ। ৪। আমির হোসেন থেকে ক্রয় করে ২৪ শতাংশ । ৫। সেলিম বয়াতী থেকে ক্রয় করে ২০ শতাংশ । ৬। ফরিদ বয়াতী থেকে ক্রয় করে ১২ শতাংশ । ৭। আলাউদিন থেকে ক্রয় করে ২০ শতাংশ্। ৮। সাজু থেকে ক্রয় করে ২৬ শতাংশ। ৯। জাফর থেকে ক্রয় করে ৫২ শতাংশ । ১০। মোজাম্মেল থেকে ক্রয় করে ৩২ শতাংশ। ১১। সিরাজ থেকে ক্রয় করে ১ শতাংশ। মোট জমির পরিমান ২২৩ শতাংশ । যাহার বর্তমান বাজার মূল্য এক কোটি এগার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। আরও জায়গা জমি আছে বলে এলাকার লোকজন জানিয়েছেন । যাহা আমরা এখনো অনুসন্ধান করতে পারিনাই। আমাদের অনুসন্ধানী সংবাদ দাতারা আরও অনুসন্ধান করছে। আমাদের প্রত্যাশা, অপরাধ, অনিয়ম , দূর্নীতি , সন্ত্রাস, জঙ্গীবাদ, নিপাদ যাক । আপনার সাথে ঘটে যাওয়া যে কোন অপরাধ অনুসন্ধান করবে ক্রাইম পেট্রোল বিডির পরিবার। উত্তর জয়নগর ইউপি চেয়ারম্যান লিটন সাহেবকে ফোনে সকল বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাহেব সুকৌশলে সকল কথা আরিয়ে যায়ার চেষ্টা করেন। চোখ রাখুন ক্রাইমপেট্রোলবিডি.কম এ।