আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন ১২টি কর্মসূচি ঘোষণা করেছে

নিজস্ব প্রতিবেদক : আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন ১২টি কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের ঢাকা জেলা আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ সূর্য।

শরীফ সূর্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কিছু অপশক্তি জঙ্গিবাদের সৃষ্টি করেছে। সেই অপশক্তি রোধের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দেখানো পথে এবং তার লক্ষ্য অর্জনের সহযোদ্ধা হিসেবে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনটি দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছে।’

কর্মসূচিগুলো হচ্ছে, জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ, গণস্বাক্ষর কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে মেডিক্যাল চেকআপ, শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন ও শ্রদ্ধাজ্ঞাপন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং জঙ্গিদের হাতে নিহতদের স্মরণে নীরবতা পালন, দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, মানববন্ধন ও মৌন মিছিল; ছিন্নমূল, অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ, গণসচেতনতা বৃদ্ধিতে নাটিকা প্রদর্শনী, মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে বাৎসরিক সংকলন প্রকাশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন ও সংগঠনের নেতৃবৃন্দ।