আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ দল

আগামী রোববার থেকে মাঠে গড়াচ্ছে এই অঞ্চলের ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। আসরে অংশ নিতে গতকাল মঙ্গলবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আশার খবর হলো, বাংলাদেশ দল নিরাপদে আরব আমিরাতে গিয়ে পৌঁছেছে।

এক ভিডিও বার্তায় খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ ছাড়া আজ বুধবার সকালে নিজেদের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট দল দুবাইয়ে পৌঁছেছে।’

সাকিব আল হাসান ও কোচিং স্টাফসহ সবাই কাল গেলেও যেতে পারেননি এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেতে দেরি হওয়ায় তারা দলের সঙ্গে যেতে পারেননি। আজ তাদের যাওয়ার কথা রয়েছে।

এদিকে শেষ মুহূর্তে এশিয়া কাপে বাংলাদেশ দল থেকে চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহান। এ দুজনের আগেই হ্যামস্ট্রিং ইনজুরিতে অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন দাসকে হারায় বাংলাদেশ। এরপর হারায় হাসান ও সোহানকে।

২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি–টোয়েন্টি সংস্করণের অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব পেরোনো একটি দল।

দুই ভেন্যুতে পুরো টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা উঠবে সুপার ফোরে। ৩ সেপ্টেম্বর শুরু সুপার ফোরের চারটি দল লিগপদ্ধতিতে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ১১ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।