আম নিয়ে সংঘর্ষে ১ জন নিহত, আহত ১০

জেলা প্রতিবেদকঃ আম পাড়া নিয়ে সংঘর্ষে কিশোরগঞ্জে কুলিয়ারচরে লিটন মিয়া (৪০) যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার (১৭ এপ্রিল) সকালে ওই উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্য লালপুর গ্রামে ঘটে এ ঘটনা।

নিহত লিটন ওই গ্রামের আব্বাছ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে এলাকার কাঞ্জি বাড়ি ও উমরা বাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়।

এনিয়ে রাতেই উভয়পক্ষের লোকজন সালিশে বসেন। কিন্তু মীমাংসা ছাড়াই সালিশ শেষ হয়।

শনিবার (১৭ এপ্রিল) সকালে উমরা বাড়ির মিশ্রি মিয়ার লোকজন কাঞ্জি বাড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত কাঞ্জি বাড়ীর লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান।

কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।