আরও দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

খেলা ডেস্ক : বার্সেলোনা ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ডে এক ম্যাচের শাস্তিটা নিশ্চিতই ছিল নেইমারের। কিন্তু সেই শাস্তির সঙ্গে ম্যাচ অফিসিয়ালকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করায় তাকে আরও দুই ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

আর সবমিলিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞার ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো মিস করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান এ তারকা।

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। মালাগার বিপক্ষে বার্সেলোনার হারের ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। ওই হারের রেশ না কাটতেই চ্যাম্পিয়নস লিগে গতকাল শেষ আটের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে হেরে বসেছে কাতালান ক্লাবটি। এবার নেইমারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা নতুন করে বিপদে ফেলেছে বার্সাকে। তবে নেইমারের এমন শাস্তির বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে বার্সা।

তিন ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর থাকলে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে ম্যাচে থাকতে পারবেন না নেইমার। সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ২৩ এপ্রিল রিয়ালের বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকোতে মুখোমুখি হবে বার্সা। বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে ম্যাচ শুরু হবে। লা লিগা শিরোপা নির্ধারণের ক্ষেত্রে মৌসুমের এই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য।