আরেকটি কঠিন পরীক্ষার সামনে মেসিরা

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে এবার ইতিহাস গড়তে হয়েছে বার্সেলোনাকে। এবার সেমিফাইনালে ওঠার পথেও আরেকটি কঠিন পরীক্ষার সামনে কাতালান ক্লাবটি।

পিএসজির মতো আজ জুভেন্টাসের বিপক্ষেও ফিরতি লেগে নাটকীয় কিছু করলেই কেবল চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন বেঁচে থাকবে কাতালান ক্লাবটির।

শেষ আটের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে আছে বার্সা। আজ ফিরতি লেগে ৪ গোলের ব্যবধান গড়ে জিততে হবে কাতালান ক্লাবটিকে। তবে জুভিরা ক্যাম্প ন্যুতে গোল পেলে অ্যাওয়ে গোলের হিসেবে ব্যবধানটা আরও বাড়বে। ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে এ যাত্রায় কতটা সফল হতে পারবে বার্সা, সেটাই এখন দেখার অপেক্ষা।

বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ও অন্যতম সফল গোলরক্ষক জিয়ানলুইজি বুফন রয়েছেন জুভেন্টাস শিবিরে। তার বিপক্ষে এত গোলের ব্যবধানে জয়টাকে পর্বত সমান দেখছেন অনেকেই।

তবে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে প্রথমে লেগে ৪-০ ব্যবধানে পিছিয়ে থাকার পরও ঘরের মাঠে ফিরতি লেগে ৬-১ ব্যবধানের ম্যাচটাই অনুপ্রেরণার যোগান দিচ্ছে বার্সাকে। তার জন্য যে অসম্ভব কিছু করে দেখাতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই স্প্যানিশ ক্রীড়া মাধ্যমকে মার্কা বার্সার এ লড়াইকে ‘মিশন ইম্পসিবল-২’ হিসেবে আখ্যায়িত করেছে।

এছাড়া ঘরের মাঠ ক্যাম্প ন্যু বলে আরও একটু আত্মবিশ্বাস পাচ্ছে বার্সা। চ্যাম্পিয়নস লিগে শেষ ১৫ ম্যাচে ক্যাম্প ন্যুতে হারতে হয়নি বার্সাকে। এগুলোতে মোট ৫০টি গোল করেছেন তারা। চলতি গ্রুপ পর্ব ও শেষ ষোলো মিলিয়ে ঘরের মাঠের বার্সার ম্যাচগুলোর জয়ের ফলাফল: ৭-০, ৪-০, ৪-০, ৬-১।

এই ম্যাচে নিজেদের জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ ধরে বাকি ৯৯ শতাংশ পরিশ্রম, আত্মবিশ্বাস, ভাগ্য ও গোলের উপর ছেড়ে দিয়েছেন বার্সেলোনা সুপারস্টার নেইমার। তাদের মাঠে জুভেন্টাস গোল করলে বিপদ আরও বেশি ঘনীভূত হতে পারে। তবে বাংলাদেশ সময় রাত ১২.৪৫ মিনিটে শুরু হওয়া এ ম্যাচেও পিএসজি ম্যাচের মতো মিরাকল কিছু দেখার প্রত্যাশায় থাকবে বিশ্বব্যাপী বার্সা সমর্থকরা।