আলিম দারকে প্রত্যাহার

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ সফর শেষ। এবার ভারতের বিপক্ষে খেলার জন্য দেশটির উদ্দ্যেশে উড়াল দেবে ইংল্যান্ড ক্রিকেট দল।

ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল পাকিস্তানি আম্পায়ার আলিম দারের। কিন্তু পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে আলিম দারকে প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

ভারত-পাকিস্তানের মধ্যকার বৈরী সম্পর্কটা দীর্ঘ দিনের। তবে সম্প্রতি কাশ্মীরের উরিতে ভারতের সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলার পর আবারও দুই দেশের সম্পর্কের চরম অবনতি হয়েছে। তাই সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে আলীমদারকে আসন্ন ভারত-ইংল্যান্ড সফর থেকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি।

নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে এলিট প্যানেলের আম্পায়ার আলিম দারকে প্রত্যাহার করে নিয়েছে আইসিসি। নিরাপত্তা ইস্যুর কথা বিবেচনা করে এর আগে আলিম দারকে ভারত থেকে প্রত্যাহার করে নিয়েছিল আইসিসি।

প্রসঙ্গত ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

সূচি অনুযায়ী আগামী ৯ নভেম্বর রাজকোটে প্রথম টেস্টম্যাচ খেলতে নামবে ভারত-ইংল্যান্ড।